google.com, pub-7486749658266686, DIRECT, f08c47fec0942fa0 Sitaram Jindal Scholarship 2023: আবেদন ফর্ম pdf download, যোগ্যতা, আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত তথ্য (Sitaram Jindal Scholarship West Bengal) - কারেন্ট অ্যাফেয়ার্স- currentaffairs

কারেন্ট অ্যাফেয়ার্স- currentaffairs

No.1 Currentaffairs and Educational, online currenta From Blog

Breaking

sceral bar





.

Thursday, June 1, 2023

Sitaram Jindal Scholarship 2023: আবেদন ফর্ম pdf download, যোগ্যতা, আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত তথ্য (Sitaram Jindal Scholarship West Bengal)

 সীতারাম জিন্দাল স্কলারশিপ 2023, সীতারাম জিন্দাল স্কলারশিপ last date, সীতারাম জিন্দাল স্কলারশিপ আবেদন ফর্ম, (sitaram jindal scholarship 2023 form pdf, sitaram jindal scholarship application form pdf, sitaram jindal scholarship west bengal)

আমাদের দেশের অনেক পড়ুয়াই আর্থিক দুরাবস্থার কারণে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হয়ে পরে।  উচ্চশিক্ষায় পড়ুয়াদের আর্থিক সাহায্যের উদ্দেশ্যে, সীতারাম জিন্দাল ফাউন্ডেশন এর পক্ষ থেকে সীতারাম জিন্দাল স্কলারশিপ (Sitaram Jindal Scholarship) এর উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে আমাদের দেশের পড়ুয়ারা দারিদ্রতা অতিক্রম করে উন্নতির দিকে এগিয়ে যেতে পারে। তাই, এই নিবন্ধে সীতারাম জিন্দাল স্কলারশিপের বিষয়ে আমরা আপনাদের বিস্তারিত তথ্য 


সীতারাম জিন্দাল স্কলারশিপ 2023 (Sitaram Jindal Scholarship 2023)


স্কলারশিপের নাম সীতারাম জিন্দাল স্কলারশিপ (Sitaram Jindal Scholarship)
স্কলারশিপ দাতা সীতারাম জিন্দাল ফাউন্ডেশন
স্কলারশিপ পরিমান মাসে 500 টাকা থেকে 3200 টাকা প্রযন্ত
উদ্দেশ্য দারিদ্র পড়ুয়াদের পড়াশোনায় সাহায্য করা
উপভোক্তা (Beneficiary) একাদশ শ্রেণী থেকে পোস্ট গ্রাজুয়েশনের পড়ুয়া
আবেদনের মাধ্যম শুধুমাত্র অফলাইন
আবেদন ফর্ম ডাউনলোড করুন
অফিসিয়াল ওয়েবসাইট sitaramjindalfoundation.org
হেল্পলাইন scholalrship@sitaramjindalfoundation.org

সীতারাম জিন্দাল স্কলারশিপে আবেদনের যোগ্যতা (Eligibility)

  • স্কলারশিপে আবেদনের জন্য একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রদের আগের বছরের পরীক্ষায় নূন্যতম 65% নম্বর পেতে হবে। ও ছাত্রীদের নূন্যতম 60% নম্বর পেতে হবে।
  • সরকারি ITI কলেজের পড়ুয়ারা পরীক্ষায় পাস করলেই এই স্কলারশিপে আবেদন করতে পারবে। তবে, বেসরকারি কলেজের ছাত্রদের ক্ষেত্রে নূন্যতম 45% নম্বর পেতে হবে ও ছাত্রীদের ক্ষেত্রে নূন্যতম 35% নম্বর পেতে হবে।
  • গ্রাজুয়েশন কোর্সর জন্য ছাত্রদের সেমিস্টারে নূন্যতম 65% নম্বর পেতে হবে এবং ছাত্রীদের ক্ষেত্রে নূন্যতম 60% নম্বর পেতে হবে।
  • পোস্ট গ্রাজুয়েশন কোর্সর ক্ষেত্রে ছাত্রদের নূন্যতম 60% নম্বর পেতে হবে এবং ছাত্রীদের ক্ষেত্রে নূন্যতম 55% নম্বর পেতে হবে।
  • ডিপ্লোমা কোর্সর ছাত্রদের এই স্কলারশিপের জন্য নূন্যতম 55% নম্বর পেতে হবে ও ছাত্রীদের নূন্যতম 50% নম্বর পেতে হবে।
  • এছাড়া মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কোর্সর ছাত্রদের পরীক্ষায় 65% নম্বর পেতে হবে ও ছাত্রীদের 60% নম্বর পেতে হবে।

স্কলারশিপে আবেদন প্রক্রিয়া 

সীতারাম জিন্দাল স্কলারশিপের জন্য পড়ুয়ারা শুধু মাত্র অফলাইনে আবেদন করতে পারবে। স্কলারশিপে আবেদন করার জন্য নিচে দেওয়া প্রতিটি নির্দেশ অনুসরণ করুন।
  • প্রথমে নিচে থেকে সীতারাম জিন্দাল স্কলারশিপের ফর্ম ডাউনলোড করুন।
  • এরপর সেটি প্রিন্ট করে পূরণ করুন।
  • তারপর সংশ্লিষ্ট নথির সাথে আপনার বিদ্যালয় বা কলেজে জমা দিন।
  • এরপর বিদ্যালয় বা কলেজের প্রধান অধ্যাপকের সাক্ষর ও স্ট্যাম্প দেওয়া সেই ফর্মটি নিচে দেওয়া সংশ্লিষ্ট নথির সাথে সীতারাম জিন্দাল ফাউন্ডেশন অফিসে জমা দিতে হবে। নিচে ঠিকানা দেওয়া আছে।
  • আপনি পোস্ট এর মাধ্যমে স্কলারশিপ কর্তৃপক্ষের কাছে আপনার আবেদন পত্র জমা দিতে পারেন।
স্কলারশিপ আবেদন জমা দেওয়া ঠিকানা: 

The Trustee, Sitaram Jindal Foundation, Jindal Nagar, Tumkur Road, Bengaluru 560073

স্কলারশিপের পরিমান (Scholarship Amount) :

উচ্চশিক্ষায় পড়ুয়াদের উৎসহ বাড়াতে একাদশ শ্রেণী থেকে পোস্ট গ্রাজুয়েশন প্রযন্ত সীতারাম জিন্দাল স্কলারশিপ দেওয়া হয়। তবে প্রতিটি ক্লাসের জন্য স্কলারশিপ পরিমান আলাদা। তাই, পড়ুয়াদের শ্রেণী বিভাগ অনুযায়ী নিচে স্কলারশিপ পরিমান দেওয়া হল।


কোর্স মাসিক স্কলারশিপ পরিমান
একাদশ ও দ্বাদশ শ্রেণী ছাত্রদের জন্য 500 টাকা ছাত্রীদের জন্য 700 টাকা
ITI কোর্স সরকারি কলেজের পড়ুয়াদের জন্য 500 টাকা বেসরকারি কলেজের পড়ুয়াদের জন্য 700 টাকা
গ্রাজুয়েশন কোর্স ছাত্রদের জন্য 1100 টাকা ছাত্রীদের জন্য 1400 টাকা
গ্রাজুয়েশন কোর্স প্রতিবন্ধী পড়ুয়াদের জন্য 1400 টাকা
গ্রাজুয়েশন কোর্স প্রাক্তন সিনা কর্তার পরিবারের পড়ুয়াদের জন্য 1500 টাকা
পোস্ট গ্রাজুয়েশন ছাত্রদের জন্য 1500 টাকা ছাত্রীদের জন্য 1800 টাকা প্রতিবন্ধী পড়ুয়াদের জন্য 1800 টাকা
পোস্ট গ্রাজুয়েশন প্রাক্তন সিনা কর্তার পরিবারের পড়ুয়াদের জন্য 1800 টাকা
ডিপ্লোমা কোর্স ছাত্রদের জন্য 1000 টাকা ছাত্রীদের জন্য 1200 টাকা
ইঞ্জিনিয়ারিং কোর্স ছাত্রদের জন্য 2000 টাকা ছাত্রীদের জন্য 2300 টাকা
মেডিকেল কোর্স ছাত্রদের জন্য 2500 টাকা ছাত্রীদের জন্য 3000 টাকা
মেডিকেল এ পোস্ট গ্রাজুয়েশন ছাত্রদের জন্য 2800 টাকা ছাত্রীদের জন্য 3200 টাকা
হোস্টেলের পড়ুয়া গ্রাজুয়েশন, ITI, ডিপ্লোমা, কোর্সর পড়ুয়াদের মাসিক অতিরিক্ত 1200 টাকা
হোস্টেলের পড়ুয়া মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের মাসিক অতিরিক্ত 1800 টাকা


আবেদনের জন্য প্রয়োজনীয় নথি :
  • পড়ুয়ার পাসপোর্ট ফটো
  • আগের পরীক্ষার মার্কশিট এর জেরক্স
  • উচ্চমাধ্যমিকের মার্কশিট এর জেরক্স
  • আধার কার্ডের জেরক্স
  • ইনকাম সার্টিফিকেট এর জেরক্স
  • প্রাক্তন সেনার পরিবারের সদস্যের জন্য, পড়ুয়ার PPO, Ex-servicemen Widow I-Card ও Relationship Dependency Certificate এর জেরক্স জমা দিতে হবে।
  • পড়ুয়া প্রতিবন্ধী হলে প্রতিবন্ধী সার্টিফিকেট এর জেরক্স চাই

Sitaram Jindal Scholarship Application form Download ( স্কলারশিপের ফর্ম ডাউনলোড)

এই স্কলারশিপের ফর্ম ডাউনলোড করতে নিচে সীতারাম জিন্দাল স্কলারশিপ ফর্ম তে ক্লিক করুন। এবং পিডিএফ ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করুন।

Application form Download ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট ক্লিক করুন

No comments:

Post a Comment