কোন পরীক্ষা কবে থেকে ডাউনলোড করা যাবে অ্যাডমিট কার্ড? পরীক্ষার তারিখ সহ বিস্তারিত জেনে নিন / admit card be downloaded? Date of Examination




নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে যে সমস্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে একনজরে দেখে নিন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন পাশ, অষ্টম শ্রেণী পাশ সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায়  যারা ফ্রমফিলাপ করেছিলেন , রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে হবে, কোন ওয়েবসাইট থেকে ই-অ্যাডমিট কার্ড  ডাউনলোড করতে  পারবেন ইত্যাদি তথ্য এবার এই বিভাগে দেওয়া হবে ।
আপনাদের সুবিধার্থে একসাথে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের চাকরির পরীক্ষার অ্যাডমিড কার্ড করা হচ্ছে তা দেখে নেওয়া যাক ।

১) দিল্লি পুলিশের কনস্টেবল ( এক্সিকিউটিভ) 

পরীক্ষার তারিখ - ২২,২৩,২৪,২৮,২৯,৩০ নভেম্বর,১,২,৩ ডিসেম্বর

ওয়েবসাইট :- https://ssc.nic.in/

২) UPSC ফরেস্ট সার্ভিস মেন পরীক্ষা

পরীক্ষার তারিখ - ২৬ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর

ওয়েবসাইট :- https://upsc.gov.in/


৩) এয়ারপোর্ট অথিরিটির জুনিয়র এক্সিকিউটিভ ( এয়ার ট্রাফিক কন্ট্রোল)

পরীক্ষার তারিখ - ২১ জানুয়ারি,২০২৪

ওয়েবসাইট :- https://nta.ac.in/

৪) সি-টেট পরিক্ষা

পরীক্ষার তারিখ - ২১ জানুয়ারি,২০২৪

ওয়েবসাইট :- https://nta.ac.in/


৫)  WBP  কনস্টেবল ও লেডি কনস্টেবল -২০২২ মেন লিখিত পরীক্ষা 

পরীক্ষার তারিখ - ৩ ডিসেম্বর,২০২৩

ওয়েবসাইট :- https://wbpolice.gov.in/

৬)  ডব্লু.বি.সি.এস ২০২৩ প্রিলি. পরীক্ষা 

পরীক্ষার তারিখ - ১৬ ডিসেম্বর,২০২৩

ওয়েবসাইট :- https://wbpsc.gov.in/

আরো পড়ুন : CURRENTA FROM WB Govt Jobs 2023

৭)  প্রাইমারি 'টেট' -২০২৩ পরীক্ষা

পরীক্ষার তারিখ - ১০ ডিসেম্বর,২০২৩

ওয়েবসাইট :- https://wbpsc.gov.in/

৮)  NTA -UGC নেট পরীক্ষা

পরীক্ষার তারিখ - ডিসেম্বর,২০২৩

ওয়েবসাইট :- https://ugcnet.nta.nic.in/


একসাথে অনেকগুলি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে থেকে ডাউনলোড করা যাবে অ্যাডমিট কার্ড? পরীক্ষার তারিখ সহ আশা করছি আজকের এই পোষ্টটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে নীচে কমেন্ট করুন।আর এরকম ধরনের সরকারি চাকরির খবর ও অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য  পাওয়ার জন্য প্রতিদিন ভিজিট করুন 

👍 প্রতিদিনের চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad