google.com, pub-7486749658266686, DIRECT, f08c47fec0942fa0 প্রগতি স্কলারশিপ ২০২৩! আবেদন করলে পঞ্চাশ হাজার টাকা অবধি অনুদান পাওয়া যাবে | Pragati Scholarship 2023 - কারেন্ট অ্যাফেয়ার্স- currentaffairs

কারেন্ট অ্যাফেয়ার্স- currentaffairs

No.1 Currentaffairs and Educational, online currenta From Blog

Breaking

sceral bar





.

Monday, May 29, 2023

প্রগতি স্কলারশিপ ২০২৩! আবেদন করলে পঞ্চাশ হাজার টাকা অবধি অনুদান পাওয়া যাবে | Pragati Scholarship 2023

 
হাইবন্ধুরা,
আমাদের দেশে এমন অনেক পড়ুয়া আছে, যেগুলোর মাধ্যমে আর্থিক ভাবে দুঃস্থ পড়ুয়াদের পড়াশোনার খরচ মেটাবার জন্য আর্থিক সাহায্য করা হয়। তেমনই একটি স্কলারশিপ হল প্রগতি স্কলারশিপ (Pragati Scholarship)। এই প্রতিবেদনে স্কলারশিপের যাবতীয় খুঁটিনাটি সম্পর্কে জানানো হল।
প্রগতি স্কলারশিপ দেওয়া হয়ে থাকে AICTE (All India Council for Technical Education) এর তরফে। এটি মূলত প্রযুক্তিগত বা টেকনিক্যাল শিক্ষা কোর্সগুলিতে যেসব পড়ুয়ারা ভর্তি হয়ে থাকেন, তাদের দেওয়া হয়ে থাকে। টেকনিক্যাল কোর্স অর্থাৎ ডিপ্লোমা এবং ডিগ্রি – এই দুটি কোর্সের পড়ুয়ারা এই স্কলারশিপটির জন্য আবেদন করতে পারেন।

প্রগতি স্কলারশিপে আবেদনের যোগ্যতা

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে –

(1) আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে।

(2) আবেদনকারীদের অবশ্যই AICTE অনুমোদিত কোনো কলেজে টেকনিক্যাল ডিপ্লোমা/ডিগ্রি প্রোগ্রামের প্রথম বর্ষে ভর্তি হতে হবে।

(3) একটি পরিবার থেকে সর্বোচ্চ 2 জন মহিলা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।

(4) আবেদনকারীর পারিবারিক মোট বার্ষিক আয় 8 লাখের কম হতে হবে।


কত জনকে প্রগতি স্কলারশিপ দেওয়া হয়?

দেশের টেকনিক্যাল ডিপ্লোমা কোর্সের মোট 5,000 জন (প্রতিটি রাজ্য থেকে সর্বনিম্ন 50 জন এবং সর্বোচ্চ 700 জন) এবং টেকনিক্যাল ডিগ্রি কোর্সের মোট 5,000 জন (প্রতি রাজ্য থেকে সর্বনিম্ন 50 জন এবং সর্বোচ্চ 700 জন) পড়ুয়া অর্থাৎ, দেশের মোট 10,000 জন পড়ুয়াকে প্রগতি স্কলারশিপটি দেওয়া হয়ে থাকে।

প্রগতি স্কলারশিপে টাকার অনুদানের পরিমান :  বছরে 50,000 টাকা অবধি অনুদান দেওয়া হয়ে থাকে এই স্কলারশিপের মাধ্যমে।

প্রগতি স্কলারশিপের সংরক্ষণ : ভারত সরকারের নিয়ম অনুসারে এখানেও সংরক্ষণ প্রযোজ্য, অর্থাৎ মোট 10,000 টির মধ্যে SC – 15%, ST – 7.5% এবং OBC – 27% স্কলারশিপ দেওয়া হয়ে থাকে।

প্রগতি স্কলারশিপে আবেদন করার প্রক্রিয়া :

(1) প্রগতি স্কলারশিপ স্কিমে আবেদন কেবলমাত্র অনলাইন মোডে করতে হবে।
(2) www.aicte-india.org এই ওয়েবসাইটটি ভিজিট করে প্রার্থীদের নিজেকে রেজিস্টার করতে হবে।
(3) এরপর বেসিক রেজিস্ট্রেশন ডিটেইলস দিতে হবে। এই পর্যায়ে ফোন নম্বর এবং মেল আইডি ভেরিফিকেশন করতে হবে।
(4) এরপর প্রোফাইলে লগ ইন করে নিজের যাবতীয় তথ্য এবং নথির ছবি আপলোড করতে হবে।
(5) সবশেষে ফর্মটি সাবমিট করতে হবে।

No comments:

Post a Comment