নবান্ন স্কলারশিপ ২০২৩-২৪ বা উত্তরকন্যা স্কলারশিপ ২০২৩-২৪ /Nabanna Scholarship 2023-24 or Uttarkanya Scholarship 2023-24 in Bengali

 পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য একটি সরকারি স্কলারশিপ হল নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ। যেসব ছাত্র ছাত্রীরা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা কলেজের পরীক্ষায় পাশ করে পরবর্তী ক্লাসে ভর্তি হয়েছেন তারা নবান্ন স্কলারশিপ 2023 বা উত্তরকন্যা স্কলারশিপ 2023 -এর আবেদন করতে পারবেন। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার নিরিখে এই স্কলারশিপে আবেদন করলে প্রতিবছর 10 হাজার টাকা পাওয়া যাবে। Nabanna Scholarship 2023 Application Process.
নবান্ন স্কলারশিপ 2023 (Nabanna Scholarship)
স্কলারশিপের নামনবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ
প্রদানকারী দপ্তরপশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল
টাকার পরিমান১০,০০০/-
হেল্পলাইন নম্বর(০৩৩)২২১৪ ১৯০২ বা (০৩৩)২২৫৩ ৫২৭৮
আবেদন পদ্ধতিঅফলাইন
অফিশিয়াল ওয়েবসাইটwww.wbcmo.gov.in

উত্তরকন্যা স্কলারশিপ 2023
আজকের এই প্রতিবেদনে আপনাদের জানানো হবে নবান্ন স্কলারশিপ ২০২৩ -এর আবেদন পদ্ধতি। প্রসঙ্গত নবান্ন স্কলারশিপ ও উত্তর কন্যা স্কলারশিপ উভয়ই একই স্কলারশিপ, শুধু নামে আলাদা। দক্ষিণবঙ্গের ছাত্র-ছাত্রীরা ‘নবান্ন স্কলারশিপ’ হিসেবে জানে, আর উত্তরবঙ্গের ছাত্র ছাত্রীরা ‘উত্তরকন্যা স্কলারশিপ’ হিসেবে জানে।
নবান্ন স্কলারশিপ আবেদনের যোগ্যতা

১) নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ আবেদন করার জন্য বিভিন্ন কোর্স অনুযায়ী আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার মান রয়েছে। যেসব ছাত্র-ছাত্রী মাধ্যমিকে 65 শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছে, আবার যেসব ছাত্র ছাত্রীরা উচ্চ মাধ্যমিকে 60% নম্বর নিয়ে কলেজে ভর্তি হয়েছে, অথবা যে সমস্ত ছাত্র ছাত্রীরা কলেজে 55% নম্বর নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তারা এই নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ -এ আবেদন করতে পারবেন।
২) নবান্ন স্কলারশিপ 2023 -এ আবেদন করার জন্য আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় 60 হাজার (60,000/-) টাকার কম হতে হবে।
৩) আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।
৪) যেসব ছাত্র ছাত্রীরা বিকাশ ভবন স্কলারশিপ (Swami Vivekananda Merit Cum Means Scholarship) -এ আবেদন করেছেন অথবা আগে থেকেই অন্য যেকোনো সরকারি স্কলারশিপ পাচ্ছেন তারা নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ -এ আবেদন করতে পারবেন না।
নবান্ন স্কলারশিপ কত টাকা (Nabanna Scholarship Ammount)
নবান্ন স্কলারশিপ -এ আবেদন করলে প্রতিবছর 10,000/- টাকা পাওয়া যাবে। তবে বিভিন্ন কোর্সের সময়সীমা ও কোর্সের খরচ অনুযায়ী টাকার পরিমান বাড়তে পারে।
প্রয়োজনীয় ডকুমেন্টস (Nabanna Scholarship Documents)
নবান্ন স্কলারশিপ ২০২৩ বা উত্তরকন্যা স্কলারশিপ ২০২৩-এ আবেদন করার জন্য মোট ৬- ৭ টি ডকুমেন্টস লাগবে। সেগুলি হল-
১) নবান্ন স্কলারশিপ আবেদনপত্র (link given below)
২) Self Declaration Copy (link given below)
৩) এলাকার MLA Recommendation Certificate (link given below)
৪) শেষ পরীক্ষার মার্কশীট।
৫) বর্তমান কোর্সে ভর্তির রশিদ।
৬) সরকারি গেজেটেড Group- A অফিসার দ্বারা বাৎসরিক আয়ের সার্টিফিকেট।
৭) এন্ট্রান্স পরীক্ষার র‍্যাঙ্ক কার্ড (প্রযোজ্য হলে)
নবান্ন স্কলারশিপ আবেদন পদ্ধতি
নবান্ন স্কলারশিপ 2023 বা উত্তরকন্যা স্কলারশিপ 2023 উভয় স্কলারশিপের আবেদন পদ্ধতি সমান। আবেদন করতে পারবেন সরাসরি অফলাইনের মাধ্যমে।
১) নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপের আবেদনপত্রটি ডাউনলোড করে একটি A4 সাইজের কাগজে প্রিন্ট আউট নিতে হবে।
২) প্রিন্ট আউট করা আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে। এবং আবেদনপত্রটির নির্দিষ্ট স্থানে আবেদনকারীর একটি পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে।
২) আবেদনপত্রের পাশাপাশি সেল্ফ ডিক্লারেশন ফর্ম বা স্ব- ঘোষণাপত্র পূরণ করতে হবে।
৩) আপনার এলাকার MLA -এর Recommendation Certificate বা এম.এল.এ সুপারিশ করা শংসাপত্র নিতে হবে।
৪) যেকোন গ্যাজেটেড গ্রুপ- এ অফিসার দ্বারা পারিবারিক বার্ষিক আয়ের শংসাপত্র নিতে হবে।
উপরে উল্লিখিত সমস্ত নথিপত্র গুলি গ্রুপ- এ গ্যাজেটেড অফিসার দ্বারা Attested করতে হবে। আবেদনপত্রের সাথে Attested করা নথিপত্র সংযুক্ত করে নির্দিষ্ট অফিসে জমা দিতে হবে। কেবল আবেদনকারী নিজে অথবা অভিভাবক এই ফর্ম জমা দিতে পারবেন। আবেদনপত্র জমা দিতে হবে সরাসরি অফিসে গিয়ে।
নবান্ন স্কলারশিপ জমা দেওয়ার ঠিকানা

Department of CMRF Scholarship, Chief Minister’s Office : ‘NABANNA’325, Sarat Chatterjee Road, Howrah – 711 102

উত্তরকন্যা স্কলারশিপ জমা দেওয়ার ঠিকানা

Department of CMRF Scholarship, Office of the Chief Minister’s Mini Secretariat, ‘UTTARKANYA’, New Satellite Township, Fulbari , Near NJP Station , Jalpaiguri

নবান্ন স্কলারশিপ 2023 শেষ তারিখ

নবান্ন স্কলারশিপ আবেদন করার নির্দিষ্ট কোন তারিখ নেই। ছাত্র-ছাত্রীরা তাদের বর্তমান কোর্সের যেকোনো সময় নবান্ন স্কলারশিপ -এর জন্য আবেদন করতে পারে।

নবান্ন স্কলারশিপের আবেদন পত্র ডাউনলোড

নবান্ন স্কলারশিপডাউনলোড করুন 
উত্তরকন্যা স্কলারশিপডাউনলোড করুন

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad