google.com, pub-7486749658266686, DIRECT, f08c47fec0942fa0 Sikshashree Scholarship 2023: শিক্ষাশ্রী ফর্ম pdf download, যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, লাস্ট ডেট ও বিস্তারিত তথ্য - কারেন্ট অ্যাফেয়ার্স- currentaffairs

কারেন্ট অ্যাফেয়ার্স- currentaffairs

No.1 Currentaffairs and Educational, online currenta From Blog

Breaking

sceral bar





.

Tuesday, May 30, 2023

Sikshashree Scholarship 2023: শিক্ষাশ্রী ফর্ম pdf download, যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, লাস্ট ডেট ও বিস্তারিত তথ্য

 শিক্ষাশ্রী প্রকল্প 2023, শিক্ষাশ্রী ফরম, শিক্ষাশ্রী স্কলারশিপ, শিক্ষাশ্রী প্রকল্পের ফর্ম PDF ডাউনলোড (Sikshashree Scholarship 2023, Sikshashree West Bengal, Sikshashree Scheme Details, Sikshashree Form PDF Sikshashree scheme in Bengali)


পশ্চিমবঙ্গ সরকার এসসি ও এসটি শ্রেণীর পড়ুয়াদের জন্য শিক্ষাশ্রী প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের আওতায়, রাজ্যের তফশিলী জাতি ও উপজাতির পড়ুয়াদের অষ্টম শ্রেণী পর্যন্ত স্কলারশিপ অনুদান দেওয়া হয়।
 তাই, আপনি যদি এই স্কলারশিপ প্রকল্পের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চান, তাহলে, নিবন্ধটি শেষ প্রযন্ত পড়ুন।


শিক্ষাশ্রী প্রকল্প ২০২৩ বিস্তারিত তথ্য (Sikshashree Scheme Details) :

প্রকল্পের নাম শিক্ষাশ্রী প্রকল্প (Sikshashree Pre Matric Scholarship Scheme)
বিভাগ/মন্ত্রণালয় অনগ্রসর শ্রেণীর কল্যাণ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার
সূচনার সাল 2014
উপভাক্তা (Beneficiary) পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এসসি, এসটি সম্প্রদায়ের পড়ুয়া
প্রকল্পের উদ্দেশ্য এসসি ও এসটি শ্রেণীর পড়ুয়াদের স্কুল ছাড়ার প্রবণতা কম করা
আবেদনের মাধ্যম অফলাইন
আবেদন ফর্ম https://nabanna.in/wp-content/uploads/2023/04/sikshashree-scholarship-form-bengali.pdf (বাংলা) https://nabanna.in/wp-content/uploads/2023/04/sikshashree-scholarship-form-english.pdf (ইংরেজি)
অফিসিয়াল ওয়েবসাইট adibasikalyan.gov.in, anagrasarkalyan.gov.in
হেল্পলাইন নম্বর 033 2337 1040, (033) 2230-8237

শিক্ষাশ্রী প্রকল্প কী? (What Is Sikshashree Scheme?)

পশ্চিমবঙ্গের এসসি (SC) ও এসটি (ST) সম্প্রদায়ের পড়ুয়াদের পড়াশোনায় আর্থিক সাহায্য করতে রাজ্য সরকার শিক্ষাশ্রী স্কলারশিপ প্রকল্প শুরু করেছে। অনগ্রসর শ্রেণীর কল্যাণ বিভাগের অন্তর্ভুক্ত এই প্রকল্পের অধীনে, পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তফশিলী জাতি ও উপজাতির পড়ুয়াদের স্কলারশিপ অনুদান দেওয়া হয়।

শিক্ষাশ্রী প্রকল্পে কত টাকা দেওয়া হয়?

শিক্ষাশ্রী প্রকল্পের মাধ্যমে, পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তফশিলী জাতি ও উপজাতির অন্তর্ভুক্ত পড়ুয়াদের বছরে ৮০০ টাকা (Rs 800) স্কলারশিপ অনুদান দেওয়া হয়। এক বছর অনুদান পাওয়ার পর, পরবর্তী বছরের পড়াশোনার জন্য ছাত্রছাত্রীরা এই প্রকল্পে আবেদন করতে পারে।

শ্রেণী প্রকল্পের অনুদান
পঞ্চম শ্রেণী বছরে ৮০০ টাকা
ষষ্ঠ শ্রেণী বছরে ৮০০ টাকা
সপ্তম শ্রেণী বছরে ৮০০ টাকা
অষ্টম শ্রেণী বছরে ৮০০ টাকা

আরো পড়ুন : Sitaram Jindal Scholarship 2023: আবেদন ফর্ম pdf download, যোগ্যতা, আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত তথ্য (


শিক্ষাশ্রী স্কলারশিপ প্রকল্পের জন্য যোগ্যতা (Sikshashree Eligibility)

  • শিক্ষাশ্রী স্কলারশিপে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই এসসি বা এসটি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে।
  • শুধুমাত্র পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা এই স্কলারশিপ প্রকল্পে আবেদন করতে পারবে।
  • বর্তমানে, যারা অন্যান্য সরকারি বা বেসরকারি স্কলারশিপ পাচ্ছে, তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে না।
  • আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় ২ লক্ষ ৫০ হাজার টাকা বা তার থেকে কম হতে হবে।
  • এর পাশাপাশি, আবেদনকারী পড়ুয়ার নিজের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে।
  • এছাড়া, শুধুমাত্র দৈনিক স্কুলের পড়ুয়ারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। ও পশ্চিমবঙ্গের মধ্যে সরকারি বা সরকারি স্বীকৃতি পাওয়া বিদ্যালয় থেকে পড়াশোনা করতে হবে।
শিক্ষাশ্রী প্রকল্পে আবেদন (Sikshashree Scholarship Scheme Application)
  • শিক্ষাশ্রী স্কলারশিপ প্রকল্পে আবেদনের জন্য প্রথমে নিচে থেকে শিক্ষাশ্রী ফর্ম পিডিএফ ডাউনলোড করুন।
  • তারপর, সেটি প্রিন্ট করে, আপনার তথ্য দিয়ে ফিলআপ করুন।
  • এরপর, সংশ্লিষ্ট নথির সাথে ফর্মটি আপনার বিদ্যালয়ে জমা দিন।
  • অথবা, বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার কর্মসূচির হচ্ছে। সেখানে গিয়ে ফর্ম সংগ্রহ করে, সরাসরি ফিলআপ করে জমা দিতে পারেন। আমার মনে হয় সেটাই বেশি ভালো হবে।
শিক্ষাশ্রী প্রকল্প ডকুমেন্ট (Documents)
  • পরিচয় পত্রের জেরক্স (আধার কার্ড/রেশন কার্ড)
  • কাস্ট সার্টিফিকেট এর জেরক্স
  • ইনকাম সার্টিফিকেট এর জেরক্স
  • ব্যাংকের বইয়ের প্রথম পাতার জেরক্স
  • ফোন নম্বর
উপরে দেওয়া নথি গুলিতে আবেদনকারীর সাক্ষর বা সেলফ আত্তেস্টেড (Self Attested) করে বিদ্যালয়ে বা দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিতে হবে।

শিক্ষাশ্রী প্রকল্পের ফর্ম (Sikshashree Scholarship Form PDF Download)

Sikshashree Scholarship Form (Bengali) Download PDF
Sikshashree Scholarship Form (English) Download PDF

No comments:

Post a Comment