কারেন্ট অ্যাফেয়ার্স- currentaffairs

No.1 Currentaffairs and Educational, online currenta From Blog

Breaking





.

Friday, June 2, 2023

প্রতিবন্ধী ভাতা 2023: মানবিক প্রকল্প ফর্ম pdf download, যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, লাস্ট ডেট ও বিস্তারিত তথ্য /Humanitarian Scheme 2023 Form pdf download, Eligibility, Application Process, Last Date & Details

মানবিক প্রকল্প 2023, প্রতিবন্ধী ভাতা পশ্চিমবঙ্গ, মানবিক প্রকল্প আবেদন, মানবিক প্রকল্প ফরম (Disability Pension West Bengal, manabik pension scheme 2023, Manabik Prakalpa form pdf, manabik prakalpa in Bengali)
হাইবন্ধুরা,
 অনেক ক্ষেত্রে শারীরিক অসমর্থাতা মানুষকে অসহায় করে তোলে এবং মানুষ অনিশ্চিত ভবিষ্যতের সম্মুখীন হয়। তাই, এই সব প্রতিবন্ধী মানুষদের পাশে দাঁড়াতে, পশ্চিমবঙ্গ সরকার মানবিক প্রকল্প (Manabik Scheme) এর উদ্যোগ নিয়েছে।

এই প্রকল্পের অধীনে, রাজ্যের প্রতিবন্ধী মানুষদের আর্থিক অনুদান হয়। যাতে, এই সব বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ আর্থিক ভাবে কিছুটা সুরক্ষিত অনুভব করে এবং বাকিদের মত সাধারণ ভাবে জীবন যাপন করতে পারে। এই নিবন্ধটিতে মানবিক প্রতিবন্ধী ভাতার বিষয়ে আমরা আপনাদের কাছে বিস্তারিত তথ্য তুলে ধরেছি। আপনি যদি মানবিক প্রকল্পের বিষয়ে জানতে চান, তাহলে, নিবন্ধটি শেষ প্রযন্ত পড়ুন।

প্রতিবন্ধী ভাতার সুবিধা কি কি? (Benifits) :

মানবিক প্রকল্প বা মানবিক প্রতিবন্ধী ভাতার মাধ্যমে, পশ্চিমবঙ্গের প্রতিবন্ধী মানুষদের মাসে ১০০০ টাকা প্রতিবন্ধী ভাতা দেওয়া হয়। এই অনুদান প্রতি মাসে সরাসরি উপভাক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়।

মানবিক প্রতিবন্ধী ভাতায় আবেদন করার জন্য কি কি যোগ্যতা চাই?

মানবিক প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীকে ৪০% এর বেশি প্রতিবন্ধকতা থাকতে হবে।
আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। ও দশ বছরে বেশি পশ্চিমবঙ্গে বসবাস করতে হবে।
আবেদনকারী সরকারি বা বেসরকারি কোনো ভাতা পেলে মানবিক প্রকল্পে আবেদন করতে পারবে না।

মানবিক প্রকল্প আবেদন :
  • মানবিক প্রকল্পে আবেদন করতে প্রথমে নিচে থেকে মানবিক প্রকল্প ফর্ম পিডিএফ ডাউনলোড করুন।
  • এরপর, ফর্মটি ইংরেজিতে বড় হাতের অক্ষরে ফিলআপ করুন।
  • এরপর, সংশ্লিষ্ট নথির সাথে আপনার এলাকার পঞ্চায়েত বা পৌরসভা অফিসে ফর্মটি জমা দিন।
  • অথবা, দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম সংগ্রহ করে ফিলআপ করে সরাসরি জমা দিন। আমার মনে হয় সেটাই বেশি ভালো হবে।
মানবিক প্রকল্পে আবেদন করতে কি কি নথি চাই?
  • পাসপোর্ট ফটো
  • পরিচয় পত্রের জেরক্স (আধার কার্ড/রেশন কার্ড/ভোটার কার্ড)
  • প্রতিবন্ধী সার্টিফিকেটের জেরক্স
  • ব্যাংকের বইয়ের প্রথম পাতার জেরক্স
  • ফর্মটি ফিলআপ করার পর প্রতিটি জেরক্সে আবেদনকারীর সাক্ষর করতে হবে
মানবিক প্রকল্প ফর্ম ও গুরুত্বপূর্ণ লিঙ্ক :

মানবিক প্রকল্প ফর্ম download
অফিসিয়াল ওয়েবসাইট Click Hare

No comments:

Post a Comment