google.com, pub-7486749658266686, DIRECT, f08c47fec0942fa0 পশ্চিমবঙ্গে গ্রামীণ ডাক সেবক নিয়োগ 2023 | WB GDS Recruitment 2023 - কারেন্ট অ্যাফেয়ার্স- currentaffairs

কারেন্ট অ্যাফেয়ার্স- currentaffairs

No.1 Currentaffairs and Educational, online currenta From Blog

Breaking

sceral bar





.

Thursday, May 25, 2023

পশ্চিমবঙ্গে গ্রামীণ ডাক সেবক নিয়োগ 2023 | WB GDS Recruitment 2023

হাই বন্ধুরা,
ভারতীয় ডাক বিভাগের তরফে মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে জিডিএস তথা গ্রামীণ ডাক সেবক নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য জুড়ে ১২,৮২৮ টি শুন্যপদে গ্রামীণ ডাক সেবক নিয়োগ করা হবে এবং পশ্চিমবঙ্গের জন্য ৪৫টি শুন্যপদ রয়েছে।
                 এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।

বিজ্ঞপ্তি নাম্বার  : 17-31/2023-GDS

পদের নাম : গ্রামীণ ডাক সেবক (GDS)

মোট শূন্যপদ : ১২,৮২৮ টি।

শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা : কম্পিউটারের জ্ঞান থাকতে হবে।সাইকেল চালানো জানতে হবে।


আবেদনকারীর বয়সসীমা : প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।

মাসিক বেতন BPM : ১২,০০০ থেকে ২৯,৩৮০ টাকা। ABPM : ১০,০০০ থেকে ২৪,৪৭০ টাকা।

আবেদন ফি বা মূল্য : UR/ OBC/ EWS প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা। তবে মহিলা/ SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনো রকম আবেদন ফি লাগবে না।

আবেদন পদ্ধতি : ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

নিয়োগ পদ্ধতি : মাধ্যমিক পরীক্ষার নাম্বারের ভিত্তিতে কর্মী নিয়োগ করানো হবে।


গুরুত্বপূর্ণ তারিখ :

আবেদন প্রক্রিয়া শুরু ২২শে মে ২০২৩
আবেদন প্রক্রিয়া শেষ ১১ই জুন ২০২৩

 👆👆এই পদে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন
গুরুত্বপূর্ণ লিংক :

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
সার্কেলওয়াইজ পোস্ট নোটিশ ডাউনলোড
আবেদন করুন ক্লিক করুন
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment