কারেন্ট অ্যাফেয়ার্স- currentaffairs

No.1 Currentaffairs and Educational, online currenta From Blog

Breaking





.

Wednesday, September 21, 2022

ব্যালন ডি’অর কোন খেলোয়াডের কতবার পেয়েছে (১৯৫৬-২০২১) // Number of Ballon d'Or winners (1956-2021)

হাইবন্ধুরা,
ব্যালন ডি’অর কে কতবার পেয়েছে কিংবা সবচেয়ে বেশি ব্যালন ডি’অর কার এই প্রশ্ন এখন ফুটবলপ্রেমীদের মনে ঘুরপাক খাচ্ছে। এমন সব প্রশ্নের উত্তর দিতেই ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে পাঠকদের সামনের হাজির হয়েছি।
এবার অনেক আলোচনা সমালোচনার পর শেষ পর্যন্ত ২০২১ ব্যালন ডি’অর জিতলেন লিওলেন মেসি। এই নিয়ে সবচেয়ে বেশি সাতবার ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। মেসির প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো এখন পর্যন্ত ব্যালন ডি’অর জিতেছেন পাঁচবার।
১৯৫৬ সাল থেকে ফ্রান্স ফুটবলের পক্ষ থেকে ব্যালন ডি’অর পুরস্কার দেয়া হচ্ছে। যদিও ১৯৯৫ সাল পর্যন্ত এটির নাম ছিল “ইউরোপিয়ান ফুটবলার অফ দ্য ইয়ার”। শুধুমাত্র ইউরোপের লীগে খেলা ইউরোপীয়ান ফুটবলাররা এই পুরস্কার পেতেন বলে এমন নামকরণ করা হয়েছিল। ১৯৯৬ সালে নিয়ম কিছুটা পরিবর্তন করা হয়। ১৯৯৬ থেকে শুধু ইউরোপের ফুটবলার নয়, বরং ইউরোপের লীগে খেলা যেকোন দেশের ফুটবলারের জন্য এই পুরষ্কার উন্মুক্ত করে দেয়া হয়।
২০০৭ সালে এসে নিয়ম আরেক দফায় পরিবর্তিত হয়। এই বছর থেকে শুধুমাত্র ইউরোপের লীগে নয়, বরং দুনিয়ার সব লীগে খেলা ফুটবলারদের জন্য ব্যালন ডি’অর উন্মুক্ত করা হয়।২০০৯ থেকে ২০১৫ পর্যন্ত “ফিফা প্লেয়ার অফ দ্য ইয়ার” ও ব্যালন ডি’অর পুরস্কার একত্রে দেয়া হয়েছিল। ২০১৬ সালে ফ্রান্স ফুটবল ফিফার সাথে তাদের পার্টনারশিপের সমাপ্তি ঘোষণা করে। তাই এখন এটি শুধুমাত্র ব্যালন ডি’অর পুরস্কার নামেই পরিচিত, ফিফা ব্যালন ডি’অর নয়।
১৯৫৬ থেকে শুরু করে ২০২১ পর্যন্ত ব্যালন ডি’অর কে কতবার পেয়েছে তার তালিকা আপনাদের সামনে তুলে ধরছি।

ব্যালন ডি’অর কে কতবার পেয়েছে

সাল প্লেয়ার দেশ ক্লাব
১৯৫৬ স্ট্যানলি ম্যাথিউস ইংল্যান্ড ব্লাকপুল
১৯৫৭ আলফ্রেডো ডি স্টিফানো স্পেন রিয়াল মাদ্রিদ
১৯৫৮ রেমন্ড কোপা ফ্রান্স রিয়াল মাদ্রিদ
১৯৫৯ আলফ্রেডো ডি স্টিফানো স্পেন রিয়াল মাদ্রিদ
১৯৭৫ ওলেগ ব্লোকহাইন সোভিয়েত ইউনিয়ন ডায়নামো কিয়েভ
১৯৮৩ মিশেল প্লাতিনি ফ্রান্স জুভেন্টাস
১৯৮৪ মিশেল প্লাতিনি ফ্রান্স জুভেন্টাস
১৯৯৮ জিনেদিন জিদান ফ্রান্স জুভেন্টাস
১৯৯৯ রিভালদো ব্রাজিল বার্সেলোনা
২০০০ লুইস ফিগো পর্তুগাল রিয়াল মাদ্রিদ
২০০১ মাইকেল ওয়েন ইংল্যান্ড লিভারপুল
২০১০ লিওনেল মেসি আর্জেন্টিনা বার্সেলোনা
২০১১ লিওনেল মেসি আর্জেন্টিনা বার্সেলোনা
২০১২ লিওনেল মেসি আর্জেন্টিনা বার্সেলোনা
২০১৩ ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল রিয়াল মাদ্রিদ
২০১৪ ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল রিয়াল মাদ্রিদ
২০১৫ লিওনেল মেসি আর্জেন্টিনা বার্সেলোনা
২০১৯ লিওনেল মেসি আর্জেন্টিনা বার্সেলোনা
২০২০ পুরস্কার দেয়া হয় নি পুরস্কার দেয়া হয় নি পুরস্কার দেয়া হয় নি
২০২১ লিওনেল মেসি আর্জেন্টিনা পিএসজি


তালিকাটির  সম্পূর্ণ পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details::

File Name:  ব্যালন ডি’অর কে কতবার পেয়েছে
File Format: PDF
No. of Pages: 03
File Size : 296KB



No comments:

Post a Comment