কারেন্ট অ্যাফেয়ার্স- currentaffairs

No.1 Currentaffairs and Educational, online currenta From Blog

Breaking





.

Monday, September 26, 2022

Current Affairs 26th September 2022// ২৬ই সেপ্টেম্বর ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স


1.পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষ্যে অন্ত্যদয়া দিবস পালন করা হয় কবে- ২৫শে সেপ্টেম্বর
2.ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং কোন দেশ মিলে Asian Palm Oil Alliance (APOA) গঠন করলো- নেপাল
3.সম্প্রতি ‘Hamar Beti Hamar Maan’ ক্যাম্পেইন লঞ্চ করলো কোন রাজ্য- ছত্তিশগড়
4.Hockey India-র প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন- দিলীপ তিরকি
5.Indian Council of Medical Research (ICMR)-এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন - ড. রাজীব বাহল
6.ভারতের ১২তম মহারত্ন কোম্পানির তকমা পেল-REC Limited
7.গণিত বিভাগে Breakthrough Prize 2023 জিতলেন কোন দেশের প্রফেসর Daniel Spielman- আমেরিকা
8.সম্প্রতি CMHIS নামে নিজস্ব স্বাস্থ্য বীমা যোজনা লঞ্চ করলো কোন রাজ্য- নাগাল্যান্ড
9.সম্প্রতি কোন রাজ্যের বিধানসভা মহিলা বিধায়কদের বক্তব্য রাখার জন্য ১ দিন সংরক্ষিত করলো- উত্তরপ্রদেশ
10.2023 BRICS Summit-এ সভাপতিত্ব করবে কোন দেশ- দক্ষিণ আফ্রিকা

No comments:

Post a Comment