কারেন্ট অ্যাফেয়ার্স- currentaffairs

No.1 Currentaffairs and Educational, online currenta From Blog

Breaking





.

Monday, November 15, 2021

Bengali Current Affairs 15thNovember 2021// ১৫ই নভেম্বর ২০২১ কারেন্ট অ্যাফেয়ার্স


Current Affairs MCQ : 15th November 2021

১। সম্প্রতি “Crew 3” মিশন লঞ্চ করলো কোন মহাকাশ গবেষণা সংস্থা -  SpaceX
২। Fumio Kishida কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে পুনরায় নির্বাচিত হলেন -  জাপান
৩। My11Circle নামক ফ্যান্টাসি ক্রিকেট প্ল্যাটফর্মের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন -  মহম্মদ সিরাজ
৪। ভারতের প্রথম National Yogasana Sports Championships আয়োজন করা হলো - ভুবনেশ্বর (উড়িষ্যা)
৫। ভারতের ৭২ তম দাবা গ্র্যান্ড মাস্টার হলেন - মিত্রভা গুহ
৬। International Human Rights Foundation (IHRF)- এর দ্বারা যুব সমাজের উচ্চ প্রতিনিধি হিসাবে নিযুক্ত হলেন-  Daniel del Valle
৭। Standard Chartered Securities-এর CEO হিসাবে নিযুক্ত হলেন -  রাজীব শ্রীবাস্তব
৮। Narcotics Control Bureau(NCB)-এর ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন - সত্য নারায়ণ প্রধান
৯। UN World Food Programme-এর গুড উইল অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হলেন Daniel Brühl, তিনি কোন পেশার সঙ্গে যুক্ত - অভিনয়
১০। সম্প্রতি আদিত্য কুমার মহাপাত্র কোন হাইকোর্টের নতুন বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করলেন - উড়িষ্যা হাইকোর্ট


No comments:

Post a Comment