হাই বন্ধুরা,
শ্রীলঙ্কার রাজনৈতিক-অর্থনৈতিক সংকটের কারণে এশিয়া কাপ সময়মতো হবে কি না তা নিয়ে শঙ্কা ছিল। শঙ্কা ছিল শ্রীলঙ্কায় ভেন্যু নিয়েও। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে হলেও পরিবর্তন এসেছে টুর্নামেন্টের ভেন্যুতে। শ্রীলঙ্কা থেকে সরে এশিয়া কাপের আসর চলে গেছে সংযুক্ত আরব আমিরাতে। এবারের এশিয়া কাপের আসর মাঠে গড়াচ্ছে আগামী ২৭ আগস্ট এবং টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর।
এশিয়া কাপ ২০২২-এর তারিখ ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। মঙ্গলবার (০২ আগস্ট) এক বিবৃতিতে চূড়ান্ত সূচি ঘোষণা করে এসিসি। এবারের আসরের পর্দা উঠবে ২৭ আগস্ট, চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত।
অক্টোবরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারের টুর্নামেন্ট হবে টি-টোয়েন্টি ফরম্যাটে, যা অংশগ্রহণকারী ৬ দলের বিশ্বকাপ প্রস্তুতিতে বড় অবদান রাখবে বলে এসিসির বিশ্বাস।
এবারের এশিয়া কাপে ভারতসহ মোট ছটি দল অংশ নিচ্ছে। বাকি দেশগুলো হলোঃ বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান,হংকং।
এশিয়া কাপ ২০২২-এর তারিখ ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। মঙ্গলবার (০২ আগস্ট) এক বিবৃতিতে চূড়ান্ত সূচি ঘোষণা করে এসিসি। এবারের আসরের পর্দা উঠবে ২৭ আগস্ট, চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত।
অক্টোবরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারের টুর্নামেন্ট হবে টি-টোয়েন্টি ফরম্যাটে, যা অংশগ্রহণকারী ৬ দলের বিশ্বকাপ প্রস্তুতিতে বড় অবদান রাখবে বলে এসিসির বিশ্বাস।
এবারের এশিয়া কাপে ভারতসহ মোট ছটি দল অংশ নিচ্ছে। বাকি দেশগুলো হলোঃ বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান,হংকং।
এশিয়া কাপ ২০২২ সময়সূচি তালিকা
তারিখ | ম্যাচের বিবরণ | ভেন্যু | সময় (প্রকৃত) |
---|---|---|---|
27 আগস্ট | শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান, ১ম ম্যাচ, গ্রুপ বি | দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই | 7:30 PM |
28 আগস্ট | ভারত বনাম পাকিস্তান, ২য় ম্যাচ, গ্রুপ এ | দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই | 7:30 PM |
30 অগাস্ট | বাংলাদেশ বনাম আফগানিস্তান, তৃতীয় ম্যাচ, গ্রুপ বি | শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ | 7:30 PM |
31 অগাস্ট | ভারত বনাম হংকং, ৪র্থ ম্যাচ, গ্রুপ এ | দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই | 7:30 PM |
১লা সেপ্টেম্বর | শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, ৫ম ম্যাচ, গ্রুপ বি | দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই | 7:30 PM |
2শে সেপ্টেম্বর | পাকিস্তান বনাম হংকং, ৬ষ্ঠ ম্যাচ, গ্রুপ এ | শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ | 7:30 PM |
3 সেপ্টেম্বর | TBC বনাম TBC, সুপার ফোর, ম্যাচ 1 (B1 বনাম B2) | শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ | 7:30 PM |
4 সেপ্টেম্বর | TBC বনাম TBC, সুপার চার, ম্যাচ 2 (A1 বনাম A2) | দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই | 7:30 PM |
6 সেপ্টেম্বর | TBC বনাম TBC, সুপার চার, ম্যাচ 3 (A1 বনাম B1) | দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই | 7:30 PM |
7 সেপ্টেম্বর | TBC বনাম TBC, সুপার চার, ম্যাচ 4 (A2 বনাম B2) | দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই | 7:30 PM |
8 সেপ্টেম্বর | TBC বনাম TBC, সুপার চার, ম্যাচ 5 (A1 বনাম B2) | দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই | 7:30 PM |
9 সেপ্টেম্বর | TBC বনাম TBC, সুপার চার, ম্যাচ 6 (B1 বনাম A2) | দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই | 7:30 PM |
11 সেপ্টেম্বর | TBC বনাম TBC, ফাইনাল | দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই | 7:30 PM |
সম্পূর্ণ তালিকাটি নীচে দেওয়া হলো এশিয়া কাপ ২০২২ সময়সূচি তালিকা PDF টি সংগ্রহ করে নাও
File Details::
File Name: এশিয়া কাপ ২০২২ সময়সূচি
File Format: PDF
No. of Pages:02
File Size : 245KB
File Size : 245KB