ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ সময়সূচি, সমস্ত ম্যাচের তারিখ, সময়, দলের ফিক্সচার কাতার ২০২২ টুর্নামেন্ট //FIFA World Cup 2022 schedule, all match dates, times, team fixtures Qatar 2022 tournament

 

“দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ”- ফিফা ফুটবল বিশ্বকাপ প্রায় চার বছর পেরিয়ে আবারও ফুটবল প্রেমীদের হাতছানি দিচ্ছে। কাতার ২০২২ ফুটবল বিশ্বকাপ শুরু হবে ২১ নভেম্বর, শেষ হবে ১৮ ডিসেম্বর। ইতিমধ্যে ৩২ দলের মধ্যে ২৯ দল চূড়ান্ত হয়ে গেছে। বাকি ৩ দল কারা হবে সেটি জানতে অপেক্ষা করতে হবে আগামী জুন পর্যন্ত। কিন্তু ফিফা ততদিন আর অপেক্ষা করে নি। ইতিমধ্যে কাতার ২০২২ ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে ফিফা।
এবারই প্রথম কোন আরব দেশ ফিফা বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। কাতারের মোট ৫টি শহরের ৮টি স্টেডিয়ামে সব খেলা অনুষ্ঠিত হবে। ফিফা ২০২২ বিশ্বকাপে সর্বমোট ৬৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৪৮টি গ্রুপ ম্যাচ। প্রতিদিন ৪টি করে ১২ দিনের গ্রুপ পর্বের সব খেলা শেষ হবে। নক আউট পর্ব শুরু হবে ৩ ডিসেম্বর থেকে। আর ২০২২ ফুটবল বিশ্বকাপ কার হাতে উঠবে সেটি জানা যাবে ১৮ ডিসেম্বর।


কাতার বিশ্বকাপ বাংলাদেশ, ভারতীয় সময়সূচী ২০২২ 


দিন – তারিখ সময় বাংলাদেশ – ভারতীয় কাতার বিশ্বকাপ ম্যাচ – রেজাল্ট
২১ নভেম্বর বিকাল ৪টা – ৩:৩০ সেনেগাল-নেদারল্যান্ডস
২১ নভেম্বর সন্ধ্যা ৭টা – ৬:৩০ ইংল্যান্ড-ইরান
২১ নভেম্বর রাত ১০টা – ৯:৩০ কাতার-ইকুয়েডর
২১ নভেম্বর রাত ১টা – ১২:৩০ আমেরিকা বনাম ওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেন (ইউরোপিয়ান প্লে অফ)
২২ নভেম্বর বিকাল ৪টা – ৩:৩০ আর্জেন্টিনা-সৌদি আরব
২২ নভেম্বর সন্ধ্যা ৭টা – ৬:৩০ ডেনমার্ক-তিউনিসিয়া
২২ নভেম্বর রাত ১০টা – ৯:৩০ মেক্সিকো-পোল্যান্ড
২২ নভেম্বর রাত ১টা – ১২:৩০ ফ্রান্স বনাম আন্তঃমহাদেশীয় প্লে-অফ ১ – পেরু/অস্ট্রেলিয়া/আমিরাত
২৩ নভেম্বর বিকাল ৪টা – ৩:৩০ মেক্সিকো-ক্রোয়েশিয়া
২৩ নভেম্বর সন্ধ্যা ৭টা – ৬:৩০ জার্মানি-জাপান
২৩ নভেম্বর রাত ১০টা – ৯:৩০ স্পেন বনাম আন্তঃমহাদেশীয় প্লে-অফ ২ কোস্টারিকা/নিউজিল্যান্ড
২৩ নভেম্বর রাত ১টা – ১২:৩০ বেলজিয়াম-কানাডা
২৪ নভেম্বর বিকাল ৪টা – ৩:৩০ সুইজারল্যান্ড-ক্যামেরুন
২৪ নভেম্বর সন্ধ্যা ৭টা – ৬:৩০ উরুগুয়ে-দক্ষিণ কোরিয়া
২৪ নভেম্বর রাত ১০টা – ৯:৩০ পর্তুগাল-ঘানা

সম্পূর্ণ তালিকাটি  নীচে দেওয়া হলো ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ সময়সূচি তালিকা  PDF টি সংগ্রহ করে নাও  

File Details::

File Name: ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ সময়সূচি
File Format: PDF
No. of Pages:06
File Size : 426KB



Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad