কারেন্ট অ্যাফেয়ার্স- currentaffairs

No.1 Currentaffairs and Educational, online currenta From Blog

Breaking





.

Tuesday, June 14, 2022

Current Affairs 14June 2022// ১৪জুন ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স

1.2021 Global Economies for FDI তালিকায় ভারতের স্থান -সপ্তম
2.জাতি সংঘের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী জেনারেল পদে নিযুক্ত হলেন রাবাব ফতিমা, তিনি কোন দেশের রাষ্ট্রদূত- বাংলাদেশ
3.আজেরবাইজানে অনুষ্ঠিত ISSF World Cup 2022-এ ভারত মোট কয়টি মেডেল জিতলো- ৫টি
4.Norway Chess 2022 টাইটেল জিতলেন কোন দাবা খেলোয়াড়-ম্যাগনাস কার্লসেন
5.৮০০০মিটারের বেশি উচ্চতাসম্পন্ন ৫টি শৃঙ্গ জয়কারী প্রথম ভারতীয় মহিলা প্রিয়াঙ্কা মোহিতে কোন রাজ্যের বাসিন্দা- মহারাষ্ট্র
6.সম্প্রতি কোন কোম্পানির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন পুষ্প কুমার যোশী- HPCL
7.ট্র্যাক্টর সহ অন্যান্য চাষের যন্ত্রপাতি প্রদান করতে YSR Yantra Seva Scheme লঞ্চ করলো কোন রাজ্য- অন্ধ্রপ্রদেশ
8.কোথায় Indian National Space Promotion and Authorisation Centre (IN-SPACe)-এর হেড কোয়ার্টার উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী- আহমেদাবাদ
9.HSNC University-এর দ্বারা ডি.লিট উপাধিতে সম্মানিত হলেন - রতন টাটা
10.শ্রীলঙ্কান ট্যুরের জন্য ভারতীয় মহিলা ক্রিকেট টিমের ওয়ানডে ম্যাচের ক্যাপ্টেন হিসাবে নিযুক্ত হলেন - হারমানপ্রীত কৌর

No comments:

Post a Comment