কারেন্ট অ্যাফেয়ার্স- currentaffairs

No.1 Currentaffairs and Educational, online currenta From Blog

Breaking





.

Friday, February 18, 2022

মাধ্যমিক পরীক্ষার রুটিন | Madhyamik Routine bangla | মাধ্যমিক পরীক্ষার তারিখ সময়সূচী 2022

হাই বন্ধুরা,
 আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, WB Madhyamik Exam Routine 2022 PDF; 2022 সালের মাধ্যমিক পরীক্ষা হবে 7ই মার্চ মাস থেকে আর পরীক্ষা চলবে টানা ৮ দিন, শিক্ষার্থীদের পরীক্ষার জন্য এখনো আজকে অফিশিয়াল রুটিন থানা উস করা হয়েছে। এই রুটিনএর তালিকা আমরা নিচে দিয়ে দিয়েছি। সুতরাং দেরী না করে মাধ্যমিক পরীক্ষার রুটিন টা দেখে নাও এবং নীচ থেকে রুটিনটির পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে পারো।
মাধ্যমিক পরীক্ষার তারিখ সময়সূচী 2022

2022 সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 7 মার্চ, 2021 তারিখ থেকে আর পরীক্ষা চলবে টানা নয় দিন। পরীক্ষা শেষ হবে 16 মার্চ। পরীক্ষার সময়সীমা- 3 ঘন্টা 15 মিনিট। পরীক্ষা হবে সকাল 11 টা 45 মিনিট থেকে বিকেল 3 টা পর্যন্ত। পরীক্ষার কক্ষে প্রশ্ন দেওয়া হবে 11 টা 45 মিনিটে। প্রশ্নপত্র পড়ার জন্য 15 মিনিট সময় বরাদ্দ।
মাধ্যমিক রুটিন 2022 (official)

পরীক্ষার তারিখ বিষয়
7ই মার্চ, 2022 (সোমবার) প্রথম ভাষা
8ই মার্চ, 2022 (মঙ্গলবার) দ্বিতীয় ভাষা
9ই মার্চ, 2022 (বুধবার) ভূগোল
11ই মার্চ, 2022 (শুক্রবার) ইতিহাস
12ই মার্চ, 2022 (শনিবার) জীবন বিজ্ঞান
14ই মার্চ, 2022 (সোমবার) গণিত
15ই মার্চ, 2022 (মঙ্গলবার) ভৌত বিজ্ঞান
16ই মার্চ, 2022 (বুধবার) ঐচ্ছিক বিষয়

আরো পড়ুন :উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন 2022- Wbchse HS Exam Routine 2022

2022 এর মাধ্যমিক পরীক্ষার খবর

সমস্ত ছাত্র ছাত্রীরা ইন্টারনেটে মাধ্যমিক পরীক্ষার রুটিন (সময়সূচী) খুঁজছেন। কিন্তু এখন তারা মাধ্যমিক পরীক্ষার 2022 রুটিন খুঁজে পেল। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ (WBBSE) আজকে মাধ্যমিক পরীক্ষার তারিখ প্রকাশ করল।

2022 সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন

এই প্রতিবেদন টি পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষার রুটিন 2022 সালের সম্পর্কে শেয়ার করা হলো। রাজ্যের সকল মাধ্যমিক পরীক্ষার্থীরা 2022 মাধ্যমিক পরীক্ষার রুটিন (West Bengal Madhyamik Routine 2022) এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

Examination Board West Bengal Board of Secondary Education
Exam Name West Bengal, Madhyamik
Madhyamik 2022 Exam Date 7March 2022
Madhyamik Exam Subjects Bangla, English, Geography, History, Mathematics, Life Science, Physical Science, Optional elective subjects
Exam Method Offline
WBBSE Official Website https://wbbse.org/

1 November WBBSE অফিসিয়াল রুটিনের বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ প্রকাশিত করেছে। 7ই মার্চ পরীক্ষা হবে। এখন মাধ্যমিক সিলেবাস 2022 শেষ করতে হবে তুমাদের।

2022 মাধ্যমিক পরীক্ষা কবে হবে?

সর্বশেষ আপডেট – পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের পরীক্ষা 7ই এপ্রিল থেকে 16ই এপ্রিল 2022 পর্যন্ত অনুষ্ঠিত হতে। পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ড (WBBSE) চলতি শিক্ষাবর্ষের 1ই November মাধ্যমিক পরীক্ষার তারিখ প্রকাশ করেছে। পরীক্ষার সময়সূচী অনুযায়ী WBBSE মাধ্যমিক টাইম টেবিল 2022 বোর্ড পরীক্ষা প্রত্যাশিত মার্চ মাস থেকে শুরু হবে। যেহেতু আমরা জানি যে শিক্ষার্থীদের তাদের পরীক্ষার সময়সূচী পরীক্ষা করা হয়েছে, এখন আপনার সকলেরই পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিন।

পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ (WBBSE) ২০২২ সেশনের জন্য মাধ্যমিক টাইম টেবিল প্রকাশ করে দিয়েছে। এই বছর পশ্চিমবঙ্গ মাধ্যমিক শ্রেণীর পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে পশ্চিমবঙ্গ মাধ্যমিক রুটিন 2022 চেক করতে পারেন। এছাড়াও, পশ্চিমবঙ্গ বোর্ড পশ্চিমবঙ্গ রাজ্যের সংবাদপত্র থেকে WBBSE পরীক্ষার রুটিন 2022 প্রকাশ করা হয়েছে।

2022 সালের মাধ্যমিক পরীক্ষা তারিখ

পশ্চিমবঙ্গ মাধ্যমিক বোর্ডের অবশ্যই তাদের পরীক্ষার রুটিন (সময়সূচীর) এনাউন্স করে দিয়েছে। আমরা আপনাকে জানিয়ে দিচ্ছি যে পশ্চিমবঙ্গ বোর্ড মাধ্যমিক পরীক্ষা (মাধ্যমিক পরীক্ষা) রুটিন। ছাত্র-ছাত্রীরা নীচের দেওয়া লিঙ্ক থেকে পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষা 2022 রুটিন ডাউনলোড করতে পারবেন।

কিভাবে WBBSE মাধ্যমিক সময়সূচী 2022 ডাউনলোড করবেন?

কিছু নমুনা- 
❑ সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইট wbbse.org খুলুন
 
❑ তারপর পরীক্ষার সময়সূচীতে ক্লিক করুন

❑ আবার লিঙ্কে ক্লিক করার পর এখানে ক্লিক করুন WB Madhyamik Schedule 2022

❑ তারপর পিডিএফ ফাইল টি ডাউনলোড করুন

পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষার তারিখ 2022 ডিসেম্বরে ঘোষণা করা হবে। প্রতি বছর wbbse বোর্ডের দশম শ্রেণীর রুটিন মে মাসে ঘোষণা করা হয় এবং এই বছরও একই মাসে প্রকাশ করা হবে। সমস্ত উপস্থিত শিক্ষার্থীরা স্বস্তি বোধ করে যে WB মধ্যমিক রুটিন 2022 শীঘ্রই আসবে। wbbse বোর্ড মাধ্যমিক টাইম টেবিল 2022 সংবাদপত্র এবং অফিসিয়াল বিজ্ঞপ্তিতে ঘোষণা করবে।

wbbse মাধ্যমিক রুটিন 2022 download

মাধ্যমিক রুটিন 2022 Download
Official Website https://wbbse.org/

No comments:

Post a Comment