কারেন্ট অ্যাফেয়ার্স- currentaffairs

No.1 Currentaffairs and Educational, online currenta From Blog

Breaking





.

Monday, November 1, 2021

উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন 2022- Wbchse HS Exam Routine 2022

 

হাই  বন্ধুরা,

 আজকে এই পোস্টে  উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন 2022 এবং Wbchse Hs Exam Routine 2022 সম্পর্কে জানবো। তোমাদের মনে অনেকের প্রশ্ন আছে 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে হবে? এবং একজন ছাত্রছাত্রী হিসাবে তোমাদের মনে এই প্রশ্ন থাকা সাধারণ। 

(NEW) ১লা নভেম্বর ২০২১ তারিখের মিটিং অনুযায়ী উচ্চ-মাধ্যমিক ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে চলবে ২০ এপ্রিল ২০২২ পর্যন্ত। উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে সকাল ১০টা থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত। 
  ওই দিনেই উচ্চমাধ্যমিকের সাথে  চলবে একাদশের পরীক্ষা।
 ১৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত প্র্যাকটিকাল পরীক্ষা।

Wb Higher Secondary Exam Date: 

  সমস্ত কিছু ঠিক থাকলে বিগত বছরের মতো উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে ২০২২ সালের 2-রা এপ্রিল তারিখ থেকে ।
 
 উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল/স্থগিত হবে? 

পর্ষদ একদম প্রস্তুত অফলাইনে পরীক্ষা নেওয়ার জন্য। তাই ২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা অফলাইনে হবেই। ইতিমধ্যে পর্ষদ দিন ঘোষণা করেছে।এই বছর মহামারীর জন্য স্কুল বন্ধ থাকায় তোমাদের পরীক্ষা বাতিল হয়েছে। আশা করছি তোমারা পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২২ -এর জন্য ভালোভাবে সকলে প্রস্তুতি নিচ্ছো।পর্ষদের অফিশিয়ালভাবে নতুন উচ্চ মাধ্যমিক রুটিন ২০২২ প্রকাশিত হয়েছে।  আমরা নীচের আপডেট করে দিলাম।


Wbchse HS Exam Routine 2022  


উচ্চ মাধ্যমিক রুটিন ২০২২ Download Now
Wbchse HS Exam 2022 Result Available Soon
Official Website https://wbchse.nic.in

No comments:

Post a Comment