google.com, pub-7486749658266686, DIRECT, f08c47fec0942fa0 মাধ্যমিক রুটিন 2022: আজকেই প্রকাশ হলো মাধ্যমিক পরীক্ষার রুটিন - কারেন্ট অ্যাফেয়ার্স- currentaffairs

কারেন্ট অ্যাফেয়ার্স- currentaffairs

No.1 Currentaffairs and Educational, online currenta From Blog

Breaking

sceral bar





.

Monday, November 1, 2021

মাধ্যমিক রুটিন 2022: আজকেই প্রকাশ হলো মাধ্যমিক পরীক্ষার রুটিন

                              

হাই বন্ধুরা,

    বহু প্রতীক্ষার পর প্রকাশিত হলো 2022 সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন। 2022 মাধ্যমিক পরীক্ষা কবে হবে? কোন দিন কি পরীক্ষা হবে? আগামী বছরের অর্থাৎ ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার সম্পূর্ণ রুটিন জানতে পারবেন আজকের এই প্রতিবেদন থেকে। আজ ১ নভেম্বর, সোমবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি যৌথভাবে সাংবাদিক বৈঠক করে 2022 মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ করেছেন।মাধ্যমিক শুরু হচ্ছে ৭ মার্চ থেকে ও উচ্চমাধ্যমিক ২ এপ্রিল থেকে।
  তবে সব থেকে বড় স্বস্তি একাদশ ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা সকলেই হোম সেন্টারে পরীক্ষা দেবে। কোভিডের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংসদ কর্তা জানান। তবে মাধ্যমিক পরীক্ষায় হোমসেন্টার হচ্ছে না।   

2022 মাধ্যমিক পরীক্ষা কবে হবে?

2022 সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 7 মার্চ, 2021 তারিখ থেকে। পরীক্ষা শেষ হবে 16 মার্চ। পরীক্ষার সময়সীমা- 3 ঘন্টা 15 মিনিট। পরীক্ষা হবে সকাল 11 টা 45 মিনিট থেকে বিকেল 3 টা পর্যন্ত। পরীক্ষার কক্ষে প্রশ্ন দেওয়া হবে 11 টা 45 মিনিটে। প্রশ্নপত্র পড়ার জন্য 15 মিনিট সময় বরাদ্দ।

মাধ্যমিক পরীক্ষার রুটিন 2022

৭মার্চ, 2022 সোমবার প্রথম ভাষা
৮ মার্চ, 2022 মঙ্গলবার দ্বিতীয় ভাষা
৯ মার্চ, 2022 বুধবার ভূগোল
১১ মার্চ, 2022 শুক্রবার ইতিহাস
১২ মার্চ, 2022 শনিবার জীবন বিজ্ঞান
১৪ মার্চ, 2022 সোমবার গণিত
১৫ মার্চ, 2022 মঙ্গলবার ভৌত বিজ্ঞান
১৬ মার্চ, 2022 বুধবার ঐচ্ছিক বিষয়

 উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে  :  ২ এপ্রিল থেকে। চলবে ২০ এপ্রিল পর্যন্ত। ওই সময় দুই দফায় একাদশ ও দ্বাদশ শ্রেনীর পরীক্ষা নেওয়া হবে। প্রথম দফায় সকাল ৯টা ৪৫ থেকে দুপুর ১টা পর্যন্ত হবে দ্বাদশ শ্রেনীর পরীক্ষা আর দ্বিতীয় দফায় দুপুর ২টো থেকে বিকাল ৫টা ১৫ পর্যন্ত হবে একাদশ শ্রেনীর পরীক্ষা। বিষয় সূচীও মোটামুটি একই থাকবে। ১৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে।

মাধ্যমিক পরীক্ষার রুটিন 2022 PDF

মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে মাধ্যমিক পরীক্ষার রুটিন 2022 PDF প্রকাশ করা হয়েছে। নীচে দেওয়া লিংকে ক্লিক করে 2022 মাধ্যমিক পরীক্ষার রুটিন PDF ডাউনলোড করতে পারবেন।

No comments:

Post a Comment