Asha Karmi Recruitment Bankura 2023 /বাঁকুড়া জেলায় আশা কর্মী নিয়োগ 2023

 
হাই বন্ধুরা,
স্বাস্থ মনুষ্যজাতির সবথেকে বড় সম্পদ। আর তাই মানুষের স্বাস্থকে ভালো রাখতে ও দেশের প্রতিটি মানুষকে স্বাস্থ পারিষেবা দিতে, ন্যাশনাল হেলথ মিশন এর আওতায় আক্রেডিটেড সোশ্যাল হেলথ এক্টিভিস্ট (Accredited Social Health Activist) বা আশা কর্মী নিযোগের উদ্যোগ নেওয়া হয়েছে।
 সেই কারণে, বর্তমানে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় বিপুল সংখ্যায় আশা কর্মী নিয়োগ হচ্ছে। সুতরাং আপনি যদি আশা কর্মী হয়ে মানুষের সেবা করতে চান, তাহলে এই নিবন্ধে বাঁকুড়া জেলায় আশা কর্মী নিযোগের বিষয়ে বিস্তারিত জানুন।


পদের নাম : আশা কর্মী

মোট শূন্যপদ :   ১৮০ জন

শিক্ষাগত যোগ্যতা : 
  • কেবল মাত্র বিবাহিতা/বিধবা/আদালত কর্তৃক আদেশনামা প্রাপ্ত বিবাহ বিচ্ছিন্না মহিলারাই আবেদন করতে পারবে।
  • আবেদনকারীকে অবশ্যই বাঁকুড়া জেলার বাসিন্দা হতে হবে।
  • এছাড়া, প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে। তবে, মাধ্যমিকে ফেল করলেও আশা কর্মীতে আবেদন করা যাবে।
  • গ্রেড ওয়ান বা গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, প্রশিক্ষণ প্রাপ্ত দাই বা ওয়ার্কারগণ সকলেই বিভাগীয় শংসাপত্র দাখিল করলে অগ্রাধিকার বিবেচনার যোগ্য হবেন
আবেদনকারীর বয়সসীমা : আবেদনকারী মহিলা প্রার্থীর বয়স 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তবে, এসসি ও এসটি প্রার্থীদের ক্ষেত্রে বয়স 22 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।

আশা কর্মী পদে আবেদন :
  • আশা কর্মী পদে আবেদন করার জন্য প্রার্থীকে প্রথমে নিচে থেকে ফর্ম ডাউনলোড করতে হবে।
  • এরপর, ফর্মটি প্রিন্ট করে পূরণ করতে হবে। অথবা প্রার্থী সরাসরি বিডিও অফিস থেকে আবেদনের ফর্ম সংগ্রহ করতে পারে।
  • আবেদন ফর্মটি পূরণ করার পর সংশ্লিষ্ট নথির সাথে বিডিও অফিসে জমা দিতে হবে। আবেদনের জন্য সংশ্লিষ্ট নথির লিস্ট নিচে দেওয়া হল।
নিয়োগ পদ্ধতি : মাধ্যমিকের নম্বর ও ইন্টারভিউ

আবেদনের জন্য প্রয়োজনীয় নথি :
  • জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স
  • মাধ্যমিক পরীক্ষার মার্কশিট এর জেরক্স
  • ভোটের কার্ড বা রেশন কার্ডের জেরক্স
  • বিবাহ বিচ্ছিন্না হলে আদালতের আদেশনামা বা বিধবা হলে স্বামীর মৃত্যুর সার্টিফিকেট অথবা বিবাহিতা হলে স্বামীর নাম আছে এমন নথি যেমন ভোটের কার্ড
  • কাস্ট সার্টিফিকেট এর জেরক্স
  • প্রার্থীর সাক্ষর সহ 2টি পাসপোর্ট ফটো
গুরু্ত্বপূর্ণ তারিখ 

আবেদন শুরু : 10/05/2023
আবেদনের শেষ তারিখ  : 26/05/2023

বাঁকুড়া আশা কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি /আবেদন ফর্ম 

বিষ্ণুপুর সদর আশা কর্মী নিয়োগ বিজ্ঞপ্তিআবেদন ফর্ম ডাউনলোড
বাঁকুড়া উপ জেলা অঞ্চল আশা নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন ফর্ম ডাউনলোড
খাতড়া অঞ্চল আশা নিয়োগ বিজ্ঞপ্তিআবেদন ফর্ম ডাউনলোড
খাতড়া অঞ্চল আশা কর্মী নিয়োগ বিজ্ঞপ্তিআবেদন ফর্ম ডাউনলোড

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad