কারেন্ট অ্যাফেয়ার্স- currentaffairs

No.1 Currentaffairs and Educational, online currenta From Blog

Breaking





.

Monday, May 31, 2021

Bikash Bhavan Scholarship or SVMCM Scholarship -Online Application 2021 //স্বামী বিবেকানন্দ মেরিট-কাম মিনস্ স্কলারশিপের ২০২১

                                 

মেধাবী অথচ আর্থিক ভাবে অসচ্ছল ছাত্র ছাত্রী দের পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষা দপ্তর প্রতিবছর স্কলারশিপ দিয়ে থাকে। এই স্কলারশিপের মূল নাম স্বামী বিবেকানন্দ মেরিট-কাম মিনস্ স্কলারশিপ (Swami Vivekananda Merit cum Means Scholarship কিন্তু সকলের কাছে পরিচিত বিকাশ ভবন Bikash Bhavan Scholarship নামে। যে সমস্ত ছাত্র-ছাত্রী এই বছর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক অথবা গ্রাজুয়েশন পাস করে নতুন কোর্সে ভর্তি হয়েছে তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।

এই স্কলারশিপ আবেদন অনলাইনে করা যায়।একবার আবেদনের পরবর্তী বছর রিনিউ করতে হয়।

স্বামী মী বিবেকানন্দ মেরিট-কাম মিনস্ স্কলারশিপের জন্য প্রয়োজনীয় যোগ্যতা

  • ছাত্র বা ছাত্রী কে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
  • পারিবারিক বাৎসরিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে।
  • যে সমস্ত ছাত্র-ছাত্রী উচ্চমাধ্যমিক, UG, PG, ডিপ্লোমা কোর্সে এই বছর ভর্তি হয়েছে তারা এই স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করতে পারবে।
  • নূন্যতম নম্বর থাকলে তবেই আবেদন করা যাবে। নূন্যতম নম্বর নিম্নে দেওয়া হলো।
বর্তমান কোর্সের নাম    নূন্যতম নম্বর স্কলারশিপ এর পরিমান
উচ্চমাধ্যমিক (XI+XII) মাধ্যমিকে 75%     নাম্বার প্রতি মাসে 1000 টাকা
Undergraduate (Engineering / Medical/ Honours /GNM / Para-medical) উচ্চমাধ্যমিকে 75% নাম্বার প্রতি মাসে 5000 টাকা
ডিপ্লোমা (পলিটেকনিক) মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিকে 75% নাম্বার প্রতি মাসে 1500 টাকা
পোস্ট গ্রাডুয়েশন গ্রাডুয়েশন কোর্সে 53% নাম্বার প্রতি মাসে 2000 থেকে 5000 টাকা

SVMCM বা Bikash Bhavan Scholarship অনলাইন আবেদন পদ্ধতি।

এই স্কলারশিপ পাওয়ার জন্য স্বামী মী বিবেকানন্দ মেরিট-কাম মিনস্ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট এ যেতে হবে।

প্রথমে ছাত্র বা ছাত্রীকে রেজিস্টার্ড করতে হবে। তারপর প্রথম ধাপে লগ ইন করে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে।

তথ্য সঠিক ভাবে পূরণ করার পর বেশ কয়েকটি ডকুমেন্টস আপলোড করতে হবে। যে সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে তা নিম্নরূপ।

নবান্ন স্কলারশিপ আবেদন পদ্ধতি ,যোগ্যতা এবং প্রয়োজনীয় কাগজপত্র। – Nabanna Scholarship

  • শেষ পরীক্ষার মার্কশিট এর উভয় দিক
  • মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
  • শেষ পরীক্ষার অ্যাডমিট কার্ড
  • ইনকাম সার্টিফিকেট
  • ইনকাম সার্টিফিকেট এফিডেভিট
  • আধার/রেশন/ভোটার কার্ড
  • ব্যাংকের পাশ বই-এর প্রথম পাতা।

এবার আবেদন ফাইনালাইজ করার পর, আবেদনকারীকে ওয়েবসাইট থেকে ‘Head of the Institution Verification Certificate‘ ডাউনলোড করতে হবে, যেটিতে আবেদনকারীর নিজস্ব Application ID থাকবে। সেটা Head of the Institution-কে দিয়ে সই করাতে হবে।

দ্বিতীয় ধাপে Application ID ও Password দিয়ে Login করে Head of the Institution Verification Certificate, যথাস্থানে স্বাক্ষর করানোর পর এর স্ক্যান করে আপলোড করতে হবে।

এই স্কলারশিপের সম্পূর্ণ আবেদন পদ্ধতি অনলাইনে। তাই অনলাইনে আবেদন করার পর কোন ডকুমেন্ট কোথাও জমা দিতে হবে না। আবেদনকারী ড্যাশবোর্ডে নিজের আবেদনের স্ট্যাটাস দেখতে পারবে।

VMCM বা Bikash Bhavan Scholarship এর হেল্পলাইন

স্কলারশিপের অনলাইন আবেদনের সময় কোন সমস্যা হলে অথবা অন্যান্য কোন জরুরী তথ্যের জন্য‌ SVMCM স্কলারশিপের হেল্পলাইনে যোগাযোগ করতে পারো। যোগাযোগ করার জন্য helpdesk.svmcm-wb@gov.in ঠিকানায় ইমেল পাঠাতে পারো অথবা 18001028014 (টোল ফ্রি) নাম্বারে ফোন করতে পারো।

VMCM বা Bikash Bhavan Scholarship এর স্কলারশিপের রিনিউয়াল আবেদন

স্বামী বিবেকানন্দ মেরিট-কাম মিনস্ স্কলারশিপের Renewal আবেদন এর জন্য ছাত্র-ছাত্রীদের Application ID ও Password (গত বছর অনলাইন আবেদনের সময় প্রাপ্ত) দিয়ে www.svmcm.wbhed.gov.in ওয়েবসাইটে লগইন করতে হবে। এরপর উপরে উল্লেখিত ধাপগুলি অনুযায়ী Renewal আবেদন করতে হবে।

যে সমস্ত ছাত্র-ছাত্রীরা উচ্চমাধ্যমিক কোর্সে (Class XI), গ্রাজুয়েশনের প্রথম বছরে অথবা পলিটেকনিকের প্রথম বছরে 60% নাম্বার পেয়েছে তারা এই স্কলারশিপ Renewal করার যোগ্য। পোস্টগ্রাজুয়েট (PG) কোর্সের জন্য সর্বনিম্ন 50% নাম্বার প্রথম বছর পেতে হবে, তবেই পরের বছরের জন্য Renewal আবেদন করা যাবে।

SVMCM স্কলারশিপের অনলাইন Renewal আবেদনের সময় আবেদনকারীকে শেষ স্কুল/কলেজ/ইউনিভার্সিটি পরীক্ষার মার্কশিট স্ক্যান করে আপলোড করতে হবে। যদি সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হয় তাহলে দুটি সেমিস্টারের মার্কশিট একসাথে স্ক্যান করে আবেদন করতে হবে। যেমন, (1st সেমিস্টার + 2nd সেমিস্টার) মার্কশিট দ্বিতীয় বর্ষে Renewal আবেদনের জন্য।

আবেদন শুরুর বা শেষের তারিখ 

আবেদন শুরু : ১৬/১১/২০২১ তারিখ থেকে হয়েছে এবং শেষ তারিখের এখনো জানানো হয় নি ।

সম্পর্কে জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইট এ ভিসিট করুন।

Applicant Login

Registration

No comments:

Post a Comment