কারেন্ট অ্যাফেয়ার্স- currentaffairs

No.1 Currentaffairs and Educational, online currenta From Blog

Breaking





.

Saturday, March 13, 2021

WBBSE Madhyamik Routine 2021 // মাধ্যমিক রুটিন 2021 || মাধ্যমিক পরীক্ষা কবে হবে?

  পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ পরীক্ষার মাধ্যমিক রুটিন 2021 সালের দেওয়া রইলো। রাজ্যের সকল মাধ্যমিক পরীক্ষার্থীরা  2021 মাধ্যমিক পরীক্ষার  রুটিন ( West Bengal Madhyamik Routine 2021 ) সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।


➤ 2021 মাধ্যমিক পরীক্ষা কবে হবে ?


২০২১ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২০২১ সালের জুন(june) মাসে।পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক রুটিন প্রকাশিত করবে ।

প্রতিবছরের মতো মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারি-মার্চ মাসে হবেনা।  ২৩শে ডিসেম্বর শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানালেন, জুন মাসের প্রথম সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা এবং তারপরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে।

পর্ষদের অফিসিয়াল নোটিশ অনুযায়ী মাধ্যমিকের লিখিত পরীক্ষা শুরু হচ্ছে ১ জুন ২০২১ থেকে এবং পরীক্ষা চলবে ১০ জুন ২০২১ পর্যন্ত। পরীক্ষা শুরু প্রতিদিন সকাল ১১টা ৪৫ মিনিট থেকে। পরীক্ষা চলবে বিকাল ৩টা পর্যন্ত।২৬শে ডিসেম্বর পর্ষদের অফিসিয়াল রুটিন নোটিশ প্রকাশিত হয়েছে।

প্রতিবছরের মতো অগামী বছরের প্রথম দিন থাকছে প্রথম ভাষা।  মাধ্যমিক পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশিত করা হয়েছে। দেখূন সেই পিডিএফটি

ক্লিক করুন



মাধ্যমিক রুটিন ২০২১ -এর অ্যাডমিট কার্ড ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের অফিস থেকে সংগ্রহ করতে পারবে পরীক্ষার কিছুদিন আগে।

2021 সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন :



Day

Date

Subject
মঙ্গলবার  
01/June/2021
First Languages
বুধবার
02/June/2021
Second  Languages
শুক্রবার 
03/June/2021
Geography
শনিবার
05/June/2021
History
সোমবার
07/June/2021
Mathematics
মঙ্গলবার 
08/June/2021
Life Science
বুধবার
09/June/2021
Physical Science
বৃহস্পতিবার 
10/June/2021
Optional Elective Subjects

 WBBSE Madhyamik Routine 2021 :


মাধ্যমিক রুটিন 2021


WBBSE Madhyamik 2021 Result


(Available Soon)
Official Website

বিজ্ঞাপ্তি : শিক্ষামন্ত্রী ঘোষনা করে দিয়েছেন । তবে পর্ষদ অফিসিয়াল মাধ্যমিক রুটিন প্রকাশিত করেছে। ২৬শে ডিসেম্বর পর্ষদের অফিসিয়াল রুটিন নোটিশ প্রকাশিত হয়েছে।

সকল ছাত্রছাত্রীদের পড়াশুনোর আপডেট পেতে, আমাদের Website-এ মাঝেমধ্যে ভিজিট করুন।

No comments:

Post a Comment